Megher Pore by Tahsan ft Sajit Lyrical Video by Nx Lyrics
Megher Pore by Tahsan ft Sajit Official Audio with Lyrics
Song : Megher pore Artist : Tahsan Music: Sajid Film: Monforing er Golpo Lyrics : Rifat Alam
full Lyrics: বুঝিনি এতটুকু তোমাকে.. হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে.. কতটা পথ ঘুরে এসেছি.. তুমি বন্ধু আমার ছিলে পাশে.. মেঘের পরে.. আলোর ভিড়ে.. তুমি-ই প্রথম চেয়েছিলে.. বুঝিনি আমি, তোমাকে দেখে.. রেখেছ যে, কত মায়াতে... বুঝতে দাওনি কেন আমাকে.. সাজিয়েছ যা হৃদয়ে.. ছায়া হয়ে ছিলে পাশে.. বলো কি করে যাব তোমায় রেখে.. মেঘের পরে, আলোর ভিড়ে.. তুমি-ই প্রথম চেয়েছিলে.. বুঝিনি আমি তোমাকে দেখে.. রেখেছ যে, কত মায়াতে.. আবেগি এ মনে তোমাকে.. আজ চেয়েছি দুচোখ মেলে.. এখানে যা ছিল অজানা.. বলনি কেন প্রান খুলে.. আবেগি এ মনে তোমাকে.. আজ চেয়েছি দুচোখ মেলে.. এখানে যা ছিল অজানা.. বলনি কেন প্রান খুলে.. মেঘের পরে, আলোর ভিড়ে.. তুমি-ই প্রথম চেয়েছিলে.. বুঝিনি আমি তোমাকে দেখে.. রেখেছ যে, কত মায়াতে... বুঝিনি এতটুকু তোমাকে.. হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে.. কতটা পথ ঘুরে এসেছি.. তুমি বন্ধু আমার ছিলে পাশে.. মেঘের পরে.. আলোর ভিড়ে.. তুমি-ই প্রথম চেয়েছিলে.. বুঝিনি আমি, তোমাকে দেখে.. রেখেছ যে, কত মায়াতে...